ম্যানইউতে এভারটনের লুকাকু

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন রোমেলু লুকাকু। শিগগিরই বেলজিয়ামের এই স্ট্রাইকারের মেডিকেল পরীক্ষা হবে বলে জানিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2017, 09:09 AM
Updated : 8 July 2017, 09:09 AM

এভারটনের লুকাকুকে দলে টানতে প্রায় নয় কোটি ৬০ লাখ ইউরো খরচ হচ্ছে ইউনাইটেডের।

লুকাকুর সঙ্গে চুক্তির বিষয়ে দারুণ ‘উচ্ছ্বসিত’ ইউনাইটেড কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, খেলোয়াড়ের মেডিকেল পরীক্ষা ও ‘ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে আলোচনা’ বাকি আছে। এ বিষয়ে পরবর্তী ঘোষণা শিগগির দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্লাবটি।

লুকাকুর সাবেক ক্লাব চেলসিও তাকে কিনতে আগ্রহী ছিল।

২০১১ থেকে ২০১৪ পর্যন্ত চেলসিতে খেলা লুকাকু ২০১৪ সালে এভারটনে যোগ দেন। ওই সময় স্ট্যামফোর্ড ব্রিজের কোচের দায়িত্বে ছিলেন জোসে মরিনিয়ো। ইউনাইটেডে যোগ দেওয়ায় আবারও পর্তুগিজ কোচের অধীনে দেখা যাবে গত মৌসুমে ২৫ গোল করা লুকাকুকে।