কমনওয়েলথ দাবায় রাজীব ও ফাহাদের জয়

কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টারের মধ্যে কেবল জিতেছেন এনামুল হোসেন রাজীব। অনূর্ধ্ব-১৪ বিভাগে জয় পেয়েছেন দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2017, 03:47 PM
Updated : 7 July 2017, 03:47 PM

ভারতের নয়া দিল্লিতে শুক্রবার উন্মুক্ত বিভাগে ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের বাকি তিন গ্র্যান্ডমাস্টারের মধ্যে আব্দুল্লাহ আল রাকিব ও জিয়াউর রহমান ড্র করেছেন। হেরেছেন নিয়াজ মোর্শেদ।

ষষ্ঠ রাউন্ডে জয়ে ৪ পয়েন্ট নিয়ে ২৯তম স্থানে আছেন গ্র্যান্ডমাস্টার রাজীব।

ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার মেরি অ্যান গোমেজের সঙ্গে রাকিব ও মহিলা গ্র্যান্ডমাস্টার সোয়াতি ঘাটের সঙ্গে ড্র করেন জিয়া। ৪ করে পয়েন্ট নিয়ে রাকিব সপ্তদশ ও জিয়া ২২তম স্থানে আছেন।

ভারতের ইন্টারন্যাশনাল মাস্টার এমএ তেজকুমারের কাছে হেরে যাওয়া নিয়াজ সাড়ে ৩ পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে আছেন। ষষ্ঠ রাউন্ডে জেতা ফিদে মাস্টার তৈয়বুর রহমান ৩ পয়েন্ট নিয়ে আছেন ৬৮তম স্থানে।

মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার শামীমা আক্তার লিজা ভারতের পঙ্কজ সিন্ধুকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ৭৩তম স্থানে আছেন। মহিলা ইন্টারন্যাশনাল মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন হেরেছেন ষষ্ঠ রাউন্ডে।

অনূর্ধ্ব-১৪ বিভাগে অদিত্য বসুকে হারিয়ে চার রাউন্ড শেষে সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ফিদে মাস্টার ফাহাদ।