মেসিদের সঙ্গেই থাকবেন তুরান

বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকের শুরুর একাদশে নিয়মিত জায়গা মেলেনি তার। তবে আর্দা তুরান কাম্প নউ ছাড়বে না। নতুন কোচ এরনেস্তো ভালভেরদের সেরা একাদশে জায়গা পেতে লড়বেন বলে জানিয়েছে তার এজেন্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 July 2017, 07:24 AM
Updated : 6 July 2017, 07:24 AM

২০১৫ সালে আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া তুরানের সঙ্গে কাতালান দলটির চুক্তি রয়েছে ২০২০ সাল পর্যন্ত।

গত মৌসুমে খেলা ৩০ ম্যাচে ১৩ গোল করা তুরান চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া মনশেনগ্লাডবাখের জালে হ্যাটট্রিক করেন। চোটের কারণে লা লিগার গত মৌসুম মাত্র ১৪ ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়েছিলেন এই মিডফিল্ডার।

দলবদলের বাজারে গুঞ্জন তুরানের প্রতি আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। তবে তার এজেন্ট বুলুত এনটিভি স্পোর্টকে বলেন, “আর্দা বার্সাতেই থাকবে। তার চুক্তির এখনও তিন বছর আছে।”

“জুলাইয়ের ১২ তারিখে শুরু হতে যাওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দেবে সে। এ বিষয়ে আর নতুন কিছু নেই।”