‘রেকর্ড গড়ে’ লাকাজেতকে দলে টানল আর্সেনাল

ক্লাব ইতিহাসের রেকর্ড ব্যয় করে লিওঁর ফরোয়ার্ড আলেকসঁদ্রে লাকাজেতকে দলে টেনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2017, 06:20 PM
Updated : 5 July 2017, 06:20 PM

বুধবার লাকাজেতকে দলে নেওয়ার কথা জানায় আর্সেনাল। ধারণা করা হচ্ছে, ২৬ বছর বয়সী ফরাসি এই ফরোয়ার্ডকে কিনতে ৬ কোটি ইউরো গুণতে হচ্ছে আর্সেন ভেঙ্গারের দলকে।

২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে ৪ কোটি ৪০ লাখ ইউরোয় মেসুত ওজিলকে কিনেছিল আর্সেনাল। এতদিন এটাই ছিল ‘গানার্স’ নামে পরিচিত দলটির একজন খেলোয়াড়ের পেছনে সর্বোচ্চ ব্যয়।

ফ্রান্সের হয়ে এ পর্যন্ত ১১ ম্যাচ খেলা লাকাজেত লিওঁর হয়ে মোট ২৭৫ ম্যাচ খেলেন। গত মৌসুমে লিওঁর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৩৭ গোল করে দলের লিগ ওয়ানে চতুর্থ হতে ও ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠতে দারুণ ভূমিকা রাখেন।

 

এদিকে আর্সেনালে নতুন ভূমিকায় ফিরছেন জার্মানির সাবেক গোলরক্ষক ইয়েন্স লিমান।

ভেঙ্গারের দলে কোচিং স্টাফ হিসেবে ফেরার কথা ৪৭ বছর বয়সী লিমান নিজেই জানিয়েছেন।

ক্লাব ক্যারিয়ারে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্সেনালে প্রথম দফায় খেলার পর ২০১১ সালে দ্বিতীয় দফায় ফিরেছিলেন লিমান। গানারদের হয়ে ২০০৩-০৪ মৌসুমের লিগ শিরোপা জেতেন তিনি।