আতলেতিকো ছেড়ে রিয়ালে তিও

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন ক্লাবটির নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের তরুণ ডিফেন্ডার তিও এরনঁদেজ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 July 2017, 05:14 PM
Updated : 5 July 2017, 05:14 PM

ফরাসি এই ফুল-ব্যাকের সঙ্গে ৬ বছরের চুক্তি করতে মতৈক্যে পৌঁছেছে রিয়াল। অপেক্ষা শুধু মেডিকেল পরীক্ষার ফলের।

আতলেতিকোর সেন্টার-ব্যাক লুকা এরনঁদেজের ছোট ভাই ১৯ বছর বয়সী তিও গত মৌসুমে কোপা দেল রের ফাইনালিস্ট আলাভেসে ধারে খেলে নজর কারেন।

আতলেতিকোয় তিওর চুক্তি ছিল ২০২১ সাল পর্যন্ত। কিন্তু তরুণ এই খেলোয়াড় নতুন চুক্তি করার বেশ কয়েকটি প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে ক্লাবটি এক বিবৃতিতে জানায়। রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে মুখিয়ে ছিলেন তিনি।

আলাভেসের হয়ে গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৮টি ম্যাচ খেলা তিও ১১ বছর বয়সে আতলেতিকোর অ্যাকাডেমিতে যোগ দিয়েছিলেন। তবে ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি তার।

তিওকে কত টাকায় রিয়াল পাচ্ছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। তবে স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার রিপোর্টে বলা হয়েছে, ২ কোটি ৬০ লাখ ইউরো খরচ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ীদের।