মেসি-নেইমারদের সঙ্গে খেলতে মুখিয়ে দেউলোফেউ

বাই-ব্যাক ক্লজ কাজে লাগিয়ে এভারটন থেকে জেরার্দ দেউলোফেউকে কাম্প নউয়ে ফেরাচ্ছে বার্সেলোনা। স্পেনের তরুণ এই উইঙ্গারও চেনা আঙিনায় ফিরে মেসি-নেইমারদের সঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 06:23 AM
Updated : 1 July 2017, 06:23 AM

অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত শুক্রবার জার্মানির কাছে হারের পর এ প্রতিযোগিতায় স্পেনের অধিনায়কত্ব করা দেউলোফেউ কাম্প নউয়ে ফেরার নিয়ে উচ্ছ্বাস জানান।

বার্সেলোনার যুব একাডেমিতে বেড়ে দেউলোফেউ এভারটন ও সেভিয়াতে ধারে খেলার পর ২০১৫ সালে স্থায়ীভাবে এভারটনে পাড়ি জমান। গত জানুয়ারিতে এসি মিলানে ধারে খেলতে যান তিনি। মৌসুমের দ্বিতীয় অর্ধে ইতালির ক্লাবটির হয়ে নজর কেড়ে ১৭ ম্যাচে চার গোল করেন ২৩ বছর বয়সী এই উইঙ্গার।

এর আগে বার্সেলোনার হয়ে ছয় ম্যাচ খেলেছিলেন দেউলোফেউ; এর মধ্যে দুটি ম্যাচ লা লিগার। ফের প্রিয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। দলবদলের বাজারে যত গুঞ্জনই থাক, আগামী মৌসুমটা বার্সেলোনার হয়ে খেলবেন বলেও জানান স্পেনের এই উঠতি খেলোয়াড়।

“বার্সেলোনায় ফিরতে পেরে আমি খুবই খুশি। এটা আমার ঘর এবং এটা দুর্ভাগ্যের যে, আমি আরও আগে ফিরতে পারিনি।”

“এরই মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে-নিশ্চিতভাবে আমি এ বছরটা বার্সেলোনায় থাকব। আমি উচ্চাভিলাষী এবং আমি সেরাদের সঙ্গে খেলতে চাই।”