যুব ইউরোর শিরোপা জার্মানির

মিচেল ভাইজারের একমাত্র গোলে স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে জার্মানি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 04:39 AM
Updated : 1 July 2017, 04:39 AM

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাদ পেলো জার্মানি। ২০০৯ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথম এই শিরোপা জিতেছিল দলটি।

গত শুক্রবার পোল্যান্ডের ক্রাকোভিয়া স্টেডিয়ামে প্রথমার্ধের ৪০তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হার্থা বার্লিনের রাইট ব্যাক ভাইজারের হেড দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

আগামী রোববার কনফেডারেশন্স কাপের ফাইনালে চিলির বিপক্ষে খেলবে জার্মানি। এই টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে পারেননি উইলিয়ান ড্রাক্সলার, টিমো ভের্নারের মতো তারকারা। তবে তাদের ছাড়াই শিরোপা নিয়ে ফিরল জার্মানির যুবারা।