রোনালদিনিয়োর বুড়ো হাড়ের ভেলকি

প্রতিযোগিতামূলক ফুটবলের বুটজোড়া তুলে রেখেছেন বছর দুয়েক আগে। কিন্তু এখনও বল মাঠে নামলে রোনালদিনিয়োর পায়ে ফিরে আসে পুরানো জাদু। বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলারদের নিয়ে হওয়া প্রদর্শনী ম্যাচে সে জাদু নতুন করে দেখালেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 July 2017, 03:25 AM
Updated : 1 July 2017, 03:25 AM

গত শুক্রবার কাম্প নউয়ে খেলতে নেমেছিল ‍দুই দল। ৩-১ গোলে বার্সেলোনা হারলেও পায়ের কারিকুরিতে আলো কাড়েন রোনালদিনিয়ো।

ইউনাইটেডের হয়ে ১৯৮৮-৮৯ মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জেতা ইয়েসপের ব্লমকিস্টের সঙ্গে বল দখলের লড়াইয়ে জাদু দেখান রোনালদিনিয়ো।

 

এক পর্যায়ে বুটের তলা দিয়ে খানিকটা ব্যাক হিল করে ইয়েসপেরের দুই পায়ের ফাঁক দিয়ে বল বের করে নেন বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদিনিয়ো। ৩৭ বছর বয়সী রোনালদিনিয়োর কারিকুরির সঙ্গে তাল মেলাতে না পেরে ইয়েসপের ভারসাম্য হারিয়ে ফেলেন।