দেউলোফেউকে ফেরাচ্ছে বার্সেলোনা

এভারটন থেকে জেরার্দ দেউলোফেউকে কাম্প নউতে ফিরিয়ে আনছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2017, 04:42 PM
Updated : 30 June 2017, 04:42 PM

বার্সেলোনার যুব একাডেমিতে বেড়ে ওঠা দেউলোফেউ এভারটন ও সেভিয়াতে ধারে খেলার পর ২০১৫ সালে এভারটনে পাড়ি জমান। বাই-ব্যাক ক্লজ কাজে লাগিয়ে এই উইঙ্গারকে ফেরাচ্ছে বার্সেলোনা।

গত জানুয়ারিতে এসি মিলানে ধারে খেলতে যান ২৩ বছর বয়সী দেউলোফেউ। মৌসুমের দ্বিতীয় অর্ধে ইতালির ক্লাবটির হয়ে নজর কেড়ে ১৭ ম্যাচে করেন চার গোল।

সেরি আর তিন বড় দল ইউভেন্তুস, মিলান ও রোমা দেউলোফেউয়ের ব্যাপারে আগ্রহী ছিল। কিন্তু বার্সেলোনার নতুন কোচ এরনেস্তো ভালভেরদে তাকে দলে চাইছেন।

শুক্রবার বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়, “বার্সেলোনা জেরার্দ দেউলোফেউয়ের বাই-ব্যাক ক্লজ সক্রিয় করেছে। সামনের দিনগুলোয় এভারটন ও খেলোয়াড়ের সঙ্গে চুক্তির বিষয়গুলো নিয়ে সমঝোতা হবে।”

গণমাধ্যমে আসা খবর অনুয়ায়ী, এভারটনকে এক কোটি ২০ লাখ ইউরো দিতে হতে পারে বার্সেলোনার।

এর আগে কাতালান দলটির হয়ে ছয় ম্যাচ খেলেছিলেন দেউলোফেউ; এর মধ্যে দুটি ম্যাচ লা লিগার।

পোল্যান্ডে অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের অধিনায়কত্ব করছেন দেউলোফেউ। ফাইনালে তাদের প্রতিপক্ষ জার্মানি।