প্রত্যাশিত জয় পেলেও খুশি নন বোল্ট

টানা দ্বিতীয়বার ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটারের দৌড় শেষ করতে ব্যর্থ হয়েছেন উসাইন বোল্ট। তবে চেক প্রজাতন্ত্রের ওস্ত্রাভায় গোল্ডেন স্পাইকে প্রত্যাশিত জয় ঠিকই পেয়েছেন জ্যামাইকার গতিমানব।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2017, 09:44 AM
Updated : 29 June 2017, 11:22 AM

অলিম্পিকে ১০০ মিটারে তিনটি সোনা জয়ী বোল্ট বুধবার ১০.০৬ সেকেন্ডে দৌড় শেষ করেন। ক্যারিয়ার সেরা ১০.০৯ সেকেন্ড টাইমিং করে দ্বিতীয় হন কিউবার ইউনিয়ের পেরেস।

গত ১১ জুন ঘরের মাঠে শেষবারের মতো ট্র্যাকে নেমে ১০.০৩ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছিলেন বোল্ট। টানা দুবার এমন টাইমিংয়ে খুশি নন ১০০ ও ২০০ মিটারে রেকর্ডের মালিক। তবে দ্রুত নিজের সেরা ছন্দে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি।

“টাইমিং নিয়ে আমি খুশি নই। আমার কিছু অনুশীলন করতে হবে।”

অলিম্পিকে আটটি সোনা ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৩টি পদকজয়ী এই কিংবদন্তি অ্যাথলেট অগাস্টে লন্ডন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর অবসর নিতে পারেন। গত মঙ্গলবার অবশ্য তিনি জানান, অবসর নেওয়ার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এটাই যে তার শেষ মৌসুম তাতে কোনো সন্দেহ নেই।