ইউভেন্তুস ছাড়লেন আলভেস

ইতালিতে এক মৌসুম কাটিয়েই ইউভেন্তুস ছাড়লেন দানি আলভেস। ব্রাজিলের এই ডিফেন্ডার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 09:17 AM
Updated : 28 June 2017, 02:32 PM

গণমাধ্যমের খবর অনুযায়ী, ৩৪ বছর বয়সী এই রাইট-ব্যাকের প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সে বিষয়ে অবশ্য কিছু জানাননি তিনি।

ইউভেন্তুস ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইন্সটাগ্রামে আলভেস তাকে সমর্থনের জন্য সতীর্থদের ও ইউভন্তুস সমর্থকদের ধন্যবাদ জানান।

“আজ আমাদের পেশাদার সম্পর্ক শেষ হলো। আমি ওই সব মানুষের স্মৃতি সঙ্গে নিয়ে যাব যারা ভালোবাসা ও আবেগ দিয়ে ইউভেন্তুসকে একটি গ্রেট ক্লাব বানিয়েছে।”

বার্সেলোনা থেকে গতবছর জুনে দুই বছরের চুক্তিতে ইউভেন্তুসে যোগ দেওয়া আলভেস ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ ম্যাচ খেলে জিতেছেন সেরি আ ও ইতালিয়ান কাপ।

এ মাসের শুরুতে কার্ডিফ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে যায় তুরিনের ক্লাবটি। তারপর থেকেই ক্লাবের সঙ্গে আলভেসের সম্পর্কের টানাপোড়েন শুরু।