লন্ডনে বোল্ট-গ্যাটলিনের শেষ লড়াই

বিশ্ব চ্যাম্পিয়নশিপের যুক্তরাষ্ট্রের ট্রায়ালে জিতে লন্ডনে হতে যাওয়া প্রতিযোগিতার মূল পর্বে জায়গা করে নিয়েছেন জাস্টিন গ্যাটলিন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2017, 11:59 AM
Updated : 24 June 2017, 12:05 PM

আগামী অগাস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে শেষবারের মতো ট্র্যাকে নামবেন উসাইন বোল্ট। ফলে এখানেই শেষবারের মতো লড়তে যাচ্ছেন জ্যামাইকার গতিমানব ও ২০০৪ সালে এথেন্স অলিম্পিকে সোনাজয়ী যুক্তরাষ্ট্রের গ্যাটলিন।

শনিবার ট্রায়ালে ৯.৯৫ সেকেন্ডে ১০০ মিটারের দৌড় শেষ করেন গ্যাটলিন। পিছনে ফেলেন এ বছরের এখন পর্যন্ত দ্রুতমানব ক্রিস্টিয়ান কোলম্যানকে, ৯.৯৮ সেকেন্ড সময় নিয়ে এদিন দ্বিতীয় হন তিনি।

অলিম্পিকে রেকর্ড আটটি সোনা জেতা বোল্ট ওয়াইল্ড কার্ড পেয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিবেন। ১০০ ও ২০০ মিটারের রেকর্ডের মালিক বোল্ট দুই সপ্তাহ আগে ঘরের মাঠ জ্যামাইকার কিংসটনে শেষ বারের মতো ট্র্যাকে নামেন।

এদিকে, জ্যামাইকা ট্রায়ালে পাঁচ বছরের মধ্যে নিজের সেরা টাইমিং করেছেন ইয়োহান ব্লেক। ৯.৯০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারে সবার আগে দৌড় শেষ করেন চোট কাটিয়ে ফেরা ২৭ বছর বয়সী এই অ্যাথলেট।