জরিমানা দিয়ে পার পাচ্ছেন মেসি

কর ফাঁকির মামলায় লিওনেল মেসিকে দেওয়া স্থগিত ২১ মাসের কারাদণ্ড জরিমানার বদলে তুলে নিতে রাজি হয়েছেন স্পেনের সরকারি কৌঁসুলি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2017, 10:50 AM
Updated : 8 July 2017, 09:49 AM

গত বছর জুলাইয়ে কর ফাঁকির মামলায় দোষী প্রমাণিত হওয়ার পর মেসি ও তার বাবা হোর্হেকে কারাদণ্ড দেয় আদালত।
 

২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ইমেজ স্বত্ব থেকে আয়ের উপর ৪১ লাখ কর ফাঁকি দিয়েছেন বার্সেলোনা তারকা।

শাস্তির বিরুদ্ধে করা আপিল গত মে মাসে খারিজ করে দেয় দেশটির সুপ্রিম কোর্ট।
তবে স্পেনের সংবাদ সংস্থা ইএফই শুক্রবার জানায়, দুই লাখ ৫৫ হাজার ইউরো জরিমানার বদলে কারাদণ্ডের শাস্তি তুলে নিজে রাজি হয়েছেন সরকারি কৌঁসুলি।

২০১৬ সালে বিচারের শুরু থেকেই কর ফাঁকির বিষয়টি প্রত্যাখান করে আসছেন মেসি। বলেন, নিজের আর্থিক বিষয়ে কিছুই জানেন না তিনি। খেলাতেই সব নজর তার।
   
স্পেনের আইন অনুযায়ী, সহিংস অপরাধ না করলে সাধারণত দুই বছরের নীচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।