ফাঁকি দেওয়া কর পরিশোধ করবেন রোনালদো

স্পেনের সরকারি কৌঁসুলিদের আনা কর ফাঁকির অভিযোগের প্রেক্ষিতে সমপরিমাণ অর্থ দিতে ক্রিস্তিয়ানো রোনালদো রাজি হয়েছেন বলে গণমাধ্যমে খবর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 09:28 AM
Updated : 22 June 2017, 09:28 AM

বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, কর কর্তৃপক্ষকে এক কোটি ৪৭ লাখ ইউরো দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো।

কর ফাঁকির ইস্যুতে আগামী ৩১ জুলাই মাদ্রিদের উপকণ্ঠ পোসলোর আদালতে হাজিরা দেওয়ার কথা রোনালদোর।

স্পেনের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন পর্তুগালের এই খেলোয়াড়। তবে শুরু থেকেই সব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিলেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

রোনালদো এখন ব্যস্ত রয়েছেন কনফেডারেশন্স কাপ নিয়ে। বুধবার রাতে তার একমাত্র গোলে স্বাগতিক রাশিয়াকে হারিয়ে প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেয়েছে পর্তুগাল।