রোনালদোর হাজিরা ৩১ জুলাই

কৌঁসুলিদের দায়ের করা কর ফাঁকির মামলার প্রেক্ষিতে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ৩১ জুলাই আদালতে হাজিরা দিতে হবে বলে খবর স্পেনের সংবাদ মাধ্যমগুলোর।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2017, 03:39 PM
Updated : 20 June 2017, 03:39 PM

ওই দিন মাদ্রিদের উপকণ্ঠ পোসলোর আদালতে স্থানীয় সময় সকাল ১১ টায় রোনালদোকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।

স্পেনের সরকারি কৌঁসুলিদের অভিযোগ, ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন পর্তুগালের এই খেলোয়াড়। বরাবরই এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার।

সংবাদ মাধ্যমগুলোর খবর, স্পেনের কর কর্তৃপক্ষের এমন অভিযোগে ভীষণ বিরক্ত রোনালদো। তাই এই দেশ ছেড়ে দিতে চান তিনি। গত নভেম্বরে রিয়ালের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করা ৩২ বছর ফরোয়ার্ডকে পেতে চাইছে ম্যানচেস্টার ইউনাইটেড ও এসি মিলানসহ অনেক ক্লাব।

রোনালদো রিয়াল ছাড়লে তা লা লিগার জন্য অপূরণীয় ক্ষতি হবে বলে জানিয়েছেন এই লিগের সভাপতি হাভিয়ের তেবাস।

সোমবার রিয়াল মাদ্রিদের সভাপতি পদে পুনঃনির্বাচিত হওয়া ফ্লোরেন্তিনো পেরেসও জানিয়েছেন- তারকা এই খেলোয়াড়কে ছাড়তে চান না তিনি। কেউ রোনালদোকে কিনতে চাইলে রিয়ালে তার বাইআউট ক্লাজের ১০০ কোটি ইউরো দেওয়ার সক্ষমতা থাকতে হবে জানিয়ে দিয়েছেন ক্লাবটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।