নিউ জিল্যান্ডকে হারিয়ে রাশিয়ার শুভ সূচনা

ফিফা কনফেডারেশন্স কাপে শুরুটা দারুণ করেছে রাশিয়া। বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউ জিল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2017, 05:53 PM
Updated : 18 June 2017, 02:55 PM

বিশ্বকাপের ‘মহড়া’ প্রতিযোগিতায় শনিবার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ৩১তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় রাশিয়া। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৭ বছর বয়সী ফরোয়ার্ড ফিওদর স্মলভ।

স্বাগতিকদের সঙ্গে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নিউ জিল্যান্ড। অগোছালো মিডফিল্ড বল ধরে রাখতে পারেনি। অতিথিরা লক্ষ্যে রাখতে পেরেছে মোটে দুটি শট। সেগুলোও পারেনি গোলরক্ষককে ফাঁকি দিতে।

কাজানে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। একই দিন মস্কোয় ‘বি’ গ্রুপের ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে টানা দুইবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি।

বিশ্বকাপ শুরু হতে বাকি এক বছর। ফুটবল-মহাযজ্ঞের প্রস্তুতি কেমন হচ্ছে, তা পরখ করার ‘মানদণ্ড’ কনফেডারেশন্স কাপ।