বার্সেলোনার দূত হয়ে ফিরলেন আবিদাল

বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন চার মৌসুম আগে। এরপর মোনাকো, অলিম্পিয়াকোসে খেলে বুটজোড়া তুলে রাখেন এরিক আবিদাল। ফ্রান্সের এই সাবেক ডিফেন্ডার চেনা কাম্প নউয়ে এবার ফিরলেন দূত হয়ে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 11:20 AM
Updated : 15 June 2017, 11:20 AM

২০১১ সালে তার যকৃত প্রতিস্থাপন করা হয়। পরে সুস্থ হয়ে মাঠে ফেরার পর ২০১৩ সালে কাম্প নউ থেকে বিদায় নেন আবিদাল।

বার্সেলোনার হয়ে ১৯৩ ম্যাচ খেলে ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও চারটি লা লিগা শিরোপা জিতেছেন আবিদাল। বুধবার তাকে দূত করার কথা জানায় কাতালুনিয়ার দলটি।

প্রিয় আঙিনায় ফেরার উচ্ছ্বাস জানিয়ে বার্সা টিভিকে আবিদাল বলেন, “ক্লাবের অফিসিয়াল অংশ হিসেবে ফেরাটা আনন্দের। আমরা কদিন ধরে বিষয়টি নিয়ে কথা বলছিলাম এবং আজ তা সম্পন্ন হলো। দূত হিসেবে সম্ভাব্য সেরা উপায়ে আমি অন্য দেশে এই ক্লাবকে তুলে ধরব।”