রোনালদোর পাশে রিয়াল

ক্রিস্তিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠলেও রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের দৃঢ় বিশ্বাস, নিজেকে নির্দোষ প্রমাণ করবেন পর্তুগিজ ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2017, 09:48 AM
Updated : 15 June 2017, 10:07 AM

দলের সেরা খেলোয়াড়ের দুঃসময়ে তার পাশে থাকার কথাও জানিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।

রোনালদোর বিরুদ্ধে স্পেনের সরকারি কৌসুলিদের অভিযোগ ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন তিনি। অভিযোগের বিষয়ে পরোক্ষভাবে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। এবার রিয়ালও বিবৃতি দিয়ে রোনালদোর পাশে থাকার কথা জানাল।

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ২০০৯ সালে রোনালদো সান্তিয়ানো বের্নাবেউয়ে আসার পর থেকে কর দেওয়ার বিষয়ে সবসময় স্বচ্ছতা দেখিয়েছে এবং রিয়াল সম্পূর্ণভাবে আশাবাদী রোনালদো নিজেকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করবেন।

যত দ্রুত সম্ভব যেন বিচার হয় এবং রোনালদোও যেন দ্রুত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, এই আশাবাদও বিবৃতিতে জানিয়েছে রিয়াল।

অনেক দিন ধরে রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির তদন্ত চলছিল। বিশ্বের সবচেয়ে বেশি আয় করা এই ক্রীড়াবিদের বিরুদ্ধে অভিযোগ, তিনি জেনে-বুঝে তার ইমেজ স্বত্ব থেকে আয় করা অর্থ লুকাতে অন্য ব্যবসার আশ্রয় নিয়েছেন।

ডিসেম্বরে ফাঁস হওয়া কিছু তথ্য উপাত্ত থেকে ইঙ্গিত মেলে, রোনালদো বিদেশের অ্যাকাউন্টে অর্থ রেখে কর ফাঁকি দিয়েছেন।