ফরাসি ক্লাব নান্তেসের কোচ হলেন রানিয়েরি

ফরাসি ক্লাব নান্তেসের দায়িত্ব পেয়েছেন লেস্টার সিটির হয়ে ইতিহাস গড়া ক্লাওদিও রানিয়েরি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2017, 11:23 AM
Updated : 14 June 2017, 11:23 AM

ক্লাবটিতে সের্জিও কনসেইসাওর স্থলাভিষিক্ত হবেন ২০১৬ সালের ফিফার বর্ষসেরা কোচ রানিয়েরি। গত ডিসেম্বরে নান্তেসের দায়িত্ব নেওয়া পর্তুগালের কোচ কনসেইসাও মৌসুম শেষে স্বদেশি ক্লাব পোর্তোয় যোগ দেন।

রানিয়েরির অধীনে ২০১৫-১৬ মৌসুমে পুরো বিশ্বকে চমকে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে লেস্টার। পরের মৌসুমেই দলের টানা বাজে পারফরম্যান্সের দায়ে গত ফেব্রুয়ারিতে চাকরি হারান তিনি।

ফ্রান্সে কাজ করার অভিজ্ঞতা আছে রানিয়েরির। এর আগে ২০১২-১৪ পর্যন্ত মোনাকোর দায়িত্বে ছিলেন ইতালির এই কোচ।

৩১ বছরের কোচিং ক্যারিয়ারে এর আগে ১৬টি ক্লাবের কোচ ছিলেন ৬৫ বছর বয়সী রানিয়েরি।