চোখে চোট পেয়েছেন জেসুস

প্রাথমিক পরীক্ষায় কোনো চোট ধরা না পড়লেও পরবর্তীতে আরও পরীক্ষায় ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের অক্ষিকোটরে চিড় ধরা পড়েছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 10:37 AM
Updated : 11 June 2017, 10:40 AM

শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের শেষ দিকে ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির কনুইয়ে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জেসুস। দুই জনেই ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন ম্যানচেস্টার সিটির হয়ে।

শুরুতে তার চোট গুরুতর বলে ধারণা করা হলেও হাসপাতালে কিছু পরীক্ষার পর ব্রাজিল দলের এক কর্মকর্তা জানান, সুস্থ আছেন জেসুস। দলের সমন্বয়ক এদু গাস্পারও জানান, চোট সংক্রান্ত কোনো সমস্যা নেই এই ফরোয়ার্ডের।

তবে শনিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ জানায়, ২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের বাঁ অক্ষিকোটরে চিড় ধরে পড়েছে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ম্যাচটি ১-০ গোলে হারে ব্রাজিল। মঙ্গলবার এই মাঠেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জেসুস নিজে অবশ্য জানিয়েছেন, তার চোট গুরুতর কিছু নয়। টুইটারে লিখেছেন, "আমি ভালো আছি।" 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচের জন্য জেসুসের বদলি কাউকে ডাকবেন না কোচ তিতে। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল চারটায় শুরু হবে অস্ট্রেলিয়া-ব্রাজিল ম্যাচটি।