সুস্থ আছেন ব্রাজিলের জেসুস

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া গাব্রিয়েল জেসুসকে নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই। সুস্থই আছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2017, 10:18 AM
Updated : 10 June 2017, 10:18 AM

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারা ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির কনুইয়ে মুখে আঘাত পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন জেসুস।

শুরুতে তার চোট গুরুতর বলেই ধারণা করা হচ্ছিল। ম্যাচ শেষে ব্রাজিলের কোচ তিতেও উদ্বেগ প্রকাশ করেন। জানান, চোটের কারণে ২০ বছর বয়সী এই খেলোয়াড়কে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে নাও দেখা যেতে পারে।

তবে হাসপাতালে কিছু পরীক্ষার পর ব্রাজিল দলের এক কর্মকর্তা জানান, সুস্থ আছেন জেসুস। দলের সমন্বয়ক এদু গাস্পারও জানিয়েছেন, চোট সংক্রান্ত কোনো সমস্যা নেই তরুণ এই ফরোয়ার্ডের।

আগামী মঙ্গলবার মেলবোর্নের একই মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।