ফাইনালে হালেপের প্রতিপক্ষ চমক জাগানো ওস্তাপেঙ্কো

ফরাসি ওপেনে নারী এককের ফাইনালে উঠেছেন সিমোনা হালেপ। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ৩৪ বছরের মধ্যে প্রথম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে এই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠা ইয়েলেনা ওস্তাপেঙ্কো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2017, 06:33 PM
Updated : 8 June 2017, 06:33 PM

বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভাকে ৬-৪, ৩-৬, ৬-৩ গেমে হারান তৃতীয় বাছাই হালেপ।

ক্যারিয়ারে এখন পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামের স্বাদ পাননি ২০১৪ সালেও এই প্রতিযোগিতার ফাইনাল খেলা রোমানিয়ার হালেপ। শনিবার ফাইনালে জিতলে একই সঙ্গে দুটি লক্ষ্য পূরণ হবে তার। প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠবেন ২৫ বছর বয়সী এই খেলোয়াড়।

প্রথম সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের তিমেয়া বাস্সিনস্কিকে ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে হারান এই দিনেই ২০ বছরে পা দেওয়া লাটভিয়ার ওস্তাপেঙ্কো।