ইউভেন্তুসে ২০২০ পর্যন্ত আল্লেগ্রি

ইউভেন্তুসের সঙ্গে নতুন চুক্তি করেছেন মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি। ২০২০ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ইতালিয়ান এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2017, 03:59 PM
Updated : 7 June 2017, 03:59 PM

আগামী মৌসুমেই ইউভেন্তুসে আল্লেগ্রির চুক্তি শেষ হতো। কিন্তু ক্লাবটিতে আরও দুই বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৪৯ বছর বয়সী এই কোচ।

ইতালির এই কোচের সঙ্গে যোগাযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের। কিন্তু তিনি ইউভেন্তুসেই থাকার আগ্রহ দেখান।

এসি মিলানের সাবেক এই কোচ ২০১৪ সালে ইউভেন্তুসে আন্তোনিও কোন্তের স্থলাভিষিক্ত হন। তুরিনের ক্লাবটিকে তিনি এনে দিয়েছেন সাতটি শিরোপা।

সেরি আর টানা ছয়টি শিরোপা জয়ের পথে আল্লেগ্রির অধীনে ইউভেন্তুস গত তিন মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে। এই তিন মৌসুমে ইতালিয়ান কাপও জিতে দলটি। 

এর মধ্যে দুইবার ট্রেবল জয়ের খুব কাছে চলে গিয়েছিল আল্লেগ্রির দল। দুইবারই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গিয়ে হতাশ হতে হয় তাদের।

কার্ডিফে এবার রিয়াল মাদ্রিদের কাছে হারার আগে ২০১৫ সালে বার্লিনে বার্সেলোনার কাছে ফাইনালে হেরেছিল ইউভেন্তুস।