রিয়ালকে ছাড়িয়ে সবচেয়ে দামি ম্যানচেস্টার ইউনাইটেড

ফোর্বস সাময়িকীর হিসেবে রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের মর্যাদা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2017, 11:53 AM
Updated : 7 June 2017, 11:53 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সম্পদমূল্য ৩৬৯ কোটি ডলার। পাঁচ বছরের মধ্যে এই প্রথম এই তালিকার শীর্ষে ফিরল ওল্ড ট্র্যাফোর্ডের এই ক্লাব।

তালিকায় দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের সম্পদ মূল্য ৩৬৪ কোটি ডলার। ৬ কোটি ডলার কম নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

গত চার বছরই এই তালিকার শীর্ষে ছিল স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতা রিয়ালের এবার মূল্য কমেছে ২ শতাংশ। ইউনাইটেডের বেড়েছে ১১ শতাংশ।

ফোর্বস মিডিয়ার সহকারী ব্যবস্থাপনা সম্পাদক মাইক ওজানিয়ান বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেডের শীর্ষে ফিরে আসা তাদের শক্তিশালী ব্র্যান্ড ও বিপণন দক্ষতার একটি প্রমাণ।”

২৭১ কোটি ডলারের সম্পদমূল্য নিয়ে চতুর্থ স্থানে আছে জার্মানির বুন্ডেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

টানা ষষ্ঠ সেরি আ শিরোপা জেতা ও চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হওয়া ইউভেন্তুস (১২৬ কোটি ডলার) নবম স্থানে আছে।

এই তালিকায় শীর্ষ ১০ ক্লাবের ছয়টিই ইংল্যান্ডের। ইউনাইটেড ছাড়া দেশটির অপর পাঁচ ক্লাব- ম্যানচেস্টার সিটি (২০৮ কোটি ডলার), আর্সেনাল (১৯৩ কোটি ডলার), চেলসি (১৮৫ কোটি ডলার),লিভারপুল (১৪৯ কোটি ডলার) ও টটেনহ্যাম হটস্পার (১০৬ কোটি ডলার)।