‘ইতিহাস গড়তেই কার্ডিফে গিয়েছিল রিয়াল’

রিয়াল মাদ্রিদের টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ জয় কোনো দুর্ঘটনা নয়, কার্ডিফে ইতিহাস গড়তেই স্প্যানিশ চ্যাম্পিয়নরা গিয়েছিল বলে দাবি করেছেন অধিনায়ক সের্হিও রামোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 10:20 AM
Updated : 4 June 2017, 04:59 PM

গত শনিবার কার্ডিফের ফাইনালে ক্রিস্তিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউভেন্তুসকে ৪-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দল হিসেবে শিরোপা ধরে রাখে রিয়াল। আর  চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান কাপের ইতিহাস ধরলে ১৯৯০ সালে এসি মিলানের টানা দুটি শিরোপা জয়ের পর প্রথম দল হিসেবে রিয়াল এই কৃতিত্ব দেখাল।

ম্যাচ শেষে রামোস জানান, দিনটি তাদের ইতিহাস গড়ার জন্যই ছিল, “আমাদের ইতিহাস গড়ার দিন ছিল। …টানা দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতা-যেটা আগে কখনই কেউ পারেনি, সেটা অর্জন করতে চেয়েছিলাম।”

“আমাদের সাফল্য কোনো দুর্ঘটনা নয়। চার বছরের মধ্যে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা দুর্দান্ত ব্যাপার। আমরা এই দল এবং ক্লাব নিয়ে ভীষণ গর্বিত।”

যার কোচিংয়ে এই ইতিহাস লেখা, সেই জিনেদিন জিদানের প্রশংসায় পঞ্চমুখ হলেন রামোস।

“এটা একটি ঐতিহাসিক দিন এবং অবশ্যই আমরা এটা উপভোগ করবো এবং মনে রাখব আমরা কি অর্জন করেছি। জিজুর মতো গ্রেট কোচের নেতৃত্বে আমরা বড় একটা দল হয়ে বেড়ে উঠেছি।”