জিরুদের হ্যাটট্রিকে ফ্রান্সের বিশাল জয়

অলিভিয়ে জিরুদের হ্যাটট্রিকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2017, 09:12 AM
Updated : 3 June 2017, 09:12 AM

নিজেদের মাঠে শুক্রবার ৫-০ গোলে জিতে দিদিয়ের দেশমের শিষ্যরা।

গত ১৭ বছরের মধ্যে ফ্রান্সের হয়ে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এক ম্যাচে তিন গোল করলেন জিরুদ।

দলটির হয়ে ২০০০ সালে ফিফা একাদশের বিপক্ষে সবশেষ হ্যাটট্রিক করেছিলেন দাভিদ ত্রেজেগে।

বাকি গোল দুটি টটেনহ্যাম হটস্পারের মুসা সিসোকো ও আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার অঁতোয়ান গ্রিজমানের।

ষষ্ঠ মিনিটেই উসমান দেম্বেলের পাস থেকে দলকে এগিয়ে নেন জিরুদ। দিমিত্রি পায়েতের বাড়ানো বলে হেডে দ্বিতীয় গোলটি পান আর্সেনালের এই ফরোয়ার্ড। ৬৯তম মিনিটে বার্সেলোনার ফুল-ব্যাক লুকাস দিনিয়ের দারুণ এক পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জিরুদ।

আগামী শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের মুখোমুখি হবে ফ্রান্স। এরপর ১৩ জুন নিজেদের মাঠে ইংল্যান্ডের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে তারা।