মোনাকোয় ২০২০ পর্যন্ত ফালকাও

মোনাকোর লিগ ওয়ান শিরোপা জয়ে বড় অবদান রাখা রাদামেল ফালকাওয়ের সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেছে ক্লাবটি। চুক্তি অনুযায়ী ফরাসি ক্লাবটিতে ২০২০ সাল পর্যন্ত থাকবেন কলম্বিয়ার এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2017, 12:43 PM
Updated : 2 June 2017, 12:44 PM

২০১৩ সালে মোনাকোয় যোগ দেওয়া ফালকাও পরের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ধারে খেলতে যান। ওল্ড ট্র্যাফোর্ডে ভালো করতে না পারা এই স্ট্রাইকারকে ২০১৫-১৬ মৌসুমে চেলসিতে ধারে পাঠায় মোনাকো, সেখানেও নিজেকে মেলে ধরতে পারেননি।

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থ দুই মৌসুম শেষে গত বছর মোনাকোতে ফিরেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। ২০০০ সালের পর দলটির ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ শিরোপা জিততে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবারের লিগে ২৯ ম্যাচে ২১ গোল করা এই স্ট্রাইকার।  

চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ খেলেছেন ফালকাও। শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটি ও কোয়ার্টার-ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে মোনাকোর শেষ চারে ওঠায় মুখ্য ভূমিকা রাখা ফালকাও আসরে সাতটি গোল করেন। ইউভেন্তুসের কাছে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় দলটি।