বার্সাকে আরও উঁচুতে নিতে চান ভালভেরদে

আগের সেই কাঁচা চুল নেই; বয়সের ভারে খানিকটা পেকে যাওয়া চুল নিয়ে খেলোয়াড় এরনেস্তো ভালভেরদে বার্সেলোনার তাবুতে ফিরেছেন কোচ হয়ে। ফিরেই জানিয়েছেন চাওয়াটা-বার্সেলোনাকে আরও উঁচুতে নিতে চান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 10:23 AM
Updated : 1 June 2017, 10:44 AM

২৪ বছর বয়সে ১৯৮৮ সালে বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে যোগ দেন ভালভেরদে। চোটের কারণে প্রথম দুই মৌসুমে বেশিরভাগ সময় খেলতে পারেননি। ২২ ম্যাচে গোল করেন আটটি। এরপর আথলেতিক বিলবাওয়ে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ে তুলেন।

গত কয়েক মৌসুমে আধিপত্য করা বার্সেলোনার ২০১৬-১৭ মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। কোচ লুইস এনরিকের হাত ধরে শুধু কোপা দেল রে জিতেছে তারা। রিয়াল মাদ্রিদ লিগ পুনরুদ্ধার করায় তাদের টানা ‍তৃতীয় লা লিগা জেতা হয়নি।

গত নয় মৌসুমে পাঁচ বার লা লিগা জেতা বার্সেলোনাকে প্রত্যাশা অনুযায়ী সাফল্য এনে দেওয়ার লক্ষ্যের কথা বার্সা টিভিকে জানান ভালভেরদে।

“ক্লাবের ভাবনায় আমি থাকায় এবং আমাকে এই কাজের প্রস্তাব দেওয়ায় নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি আমি। ক্যারিয়ারের নতুন পর্বটা শুরু করতে ভীষণ উন্মুখ হয়ে আছি। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। উঁচুতে থাকা বার্সেলোনাকে আমি আরও উঁচুতে নিতে চাই।”

মেসি-নেইমারদের খেলার কৌশলে কোনো পরিবর্তন আসবে না বলেও জানিয়েছেন নতুন এই কোচ।

“সাম্প্রতিক সময়ে সমর্থকরা যেভাবে খেলা উপভোগ করছে, আমি চাইব সেভাবেই তারা উপভোগ করে যাবে।”

কাম্প নউয়ে খেলোয়াড় হিসেবে কাটানো দুই বছরের স্মৃতিচারণও করেছেন ভালভেরদে।

“এটা অনেক আগের কথা। আমি একটু বুড়িয়ে গেছি এখন। চুলও আরও একটু বেশি পেকেছে। এখন ওই সময়টা নিয়ে আমি ভাবতে শুরু করেছি। এটা একেবারেই ভিন্ন যুগ।”