ফরাসি ওপেনে অঘটনের শিকার শীর্ষ বাছাই কেরবার

ফরাসি ওপেনের প্রথম দিনেই বড় অঘটনের শিকার হয়েছেন আঞ্জেলিক কেরবার। প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে শীর্ষ বাছাই হয়ে খেলতে নেমে প্রথম রাউন্ড থেকে ছিটকে গেছেন এই জার্মান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 02:35 PM
Updated : 28 May 2017, 02:44 PM

রোববার এক ঘন্টা ২২ মিনিটের লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের ৪০তম রাশিয়ার ইকাতেরিনা মাকারোভার কাছে ৬-২, ৬-২ গেমে হারেন কেরবার। গত বছরও প্রতিযোগিতাটির প্রথম রাউন্ডে হেরে গিয়েছিলেন কেরবার।

এই পরাজয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারাতে হতে পারে ২৯ বছর বয়সী এই তারকাকে। প্যারিসের এই প্রতিযোগিতায় ভালো করে শীর্ষে ওঠার সুযোগ থাকছে তৃতীয় স্থানে থাকা চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা ও চতুর্থ স্থানধারী রোমানিয়ার সিমোনা হালেপের।

সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলে এক নম্বরে ওঠেন গত বছর অস্ট্রেলিয়ান ও ইউএস ওপেন জেতা কেরবার।