পুসকাসের পাশে নেইমার

আলাভেসের জালে গোল করে দারুণ কীর্তি গড়েছেন নেইমার। রিয়াল মাদ্রিদ কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের পর প্রথম খেলোয়াড় হিসেবে কোপা দেল রের টানা তিন ফাইনালে গোল করলেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2017, 06:53 AM
Updated : 28 May 2017, 09:32 AM

গত শনিবার ভিসেন্তে কালদেরনের ফাইনালে লিওনেল মেসি, নেইমার ও পাকো আলকাসেরের গোলে আলাভেসকে ৩-১ ব্যবধানে হারায় বার্সেলোনা। বিদায়ী কোচ লুইস এনরিকের অধীনে তিন বছরে তিনটি কোপা দেল রের শিরোপা জিতল কাতালান ক্লাবটি।

৪৫তম মিনিটে মেসির কোনাকুনি পাস ধরে আন্দ্রে গোমেস আড়াআড়ি বল বাড়ান। তা থেকে অনায়াসে লক্ষ্যভেদ করে বার্সেলোনাকে ফের এগিয়ে দেওয়ার সঙ্গে পুসকাসের পাশে বসেন নেইমার।

২০১৫ সালে আথলেতিক বিলবাও ও ২০১৬ সালে সেভিয়াকে হারিয়ে কোপা দেল রে জিতেছিল বার্সেলোনা। ওই দুই ফাইনালেও গোল করেছিলেন নেইমার।

পুসকাস রিয়াল মাদ্রিদের হয়ে ১৯৬০, ১৯৬১ ও ১৯৬২ সালে কোপা দেল রের ফাইনালে গোল করেছিলেন।