ম্যান সিটিতে মোনাকোর সিলভা

মোনাকোর হয়ে লিগ ওয়ানে দারুণ একটি মৌসুম কাটানোর পর প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে নাম লিখিয়েছেন বের্নার্দো সিলভা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 12:55 PM
Updated : 27 May 2017, 01:05 PM

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে সিলভাকে দলে নেওয়ার খবর জানায় সিটি। তবে পর্তুগিজ এই খেলোয়াড়ের ট্রান্সফার ফি বা চুক্তির মেয়াদ নিয়ে কোনো পক্ষ কিছু জানায়নি।

সংবাদমাধ্যমের খবর, এই প্লেমেকারকে দলে টানতে প্রায় পাঁচ কোটি ইউরো খরচ হয়েছে সিটির এবং দলটির সঙ্গে ৫ বছরের চুক্তি করেছেন মিডফিল্ডার সিলভা।  

২০০০ সালের পর এবার মোনাকোর প্রথম লিগ ওয়ান জয়ে ১১টি গোল করে এবং সতীর্থদের দিয়ে ১২টি গোল করিয়ে বড় অবদান রাখেন সিলভা।

এ মৌসুমে কোনো শিরোপা জিততে পারেনি লিগে তৃতীয় হওয়া সিটি। এছাড়া ক্লাব ছাড়তে যাচ্ছেন পাবলো জাবালেতা ও জেসুস নাভাসসহ বেশ কজন সিনিয়র খেলোয়াড়। তাই দ্রুতই খেলোয়াড় কেনায় মনোযোগী হলেন গুয়ার্দিওলা।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর কাছে অ্যাওয়ে গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় সিটি। দলটির বিপক্ষে মোনাকোর হয়ে দুটি ম্যাচেই খেলেন ২২ বছর বয়সী সিলভা।

সিটিতে নাম লিখিয়ে উচ্ছ্বসিত সিলভা। ক্লাবটির ওয়েবসাইটে তিনি বলেন, "দারুণ লাগছে। সত্যি বলতে আমি এখন বিশ্বের অন্যতম সেরা এক দলে। এই ক্লাবের অংশ হতে পেরে এবং এই সুযোগ পেয়ে আমি খুব খুশি।"

গণমাধ্যমের খবর সত্যি হলে জন স্টোনস, রাহিম স্টার্লিং ও কেভিন ডি ব্রুইনের পর সিলভাই সিটির সবচেয়ে দামি খেলোয়াড়।