'অসাধারণ' বুফ্ফনের প্রশংসায় জিদান

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে প্রতিপক্ষ ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফনের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 11:52 AM
Updated : 27 May 2017, 01:00 PM

ফরাসি এই কোচের মতে, বুফ্ফন 'অসাধারণ' এক খেলোয়াড় ও সহজাত নেতা।

কার্ডিফে প্রিন্সিপালিটি স্টেডিয়ামে আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। স্পেনের সফলতম ক্লাব রিয়ালের দ্বাদশ শিরোপা জয়ের পথে বড় প্রতিবন্ধক ভাবা হচ্ছে বুফ্ফন ও ইউভেন্তুসের রক্ষণভাগকে।

খেলোয়াড়ি জীবনে পাঁচ বছর ইউভেন্তুসের হয়ে খেলার পর ২০০১ সালে ইতালির ক্লাবটি ছেড়ে রিয়ালে নাম লেখান জিদান। আর ওই বছরই সেরি আর সবচেয়ে সফল ক্লাবটিতে যোগ দেন বুফ্ফন।

৩৯ বছর বয়সী এই গোলরক্ষকের প্রশংসা করে উয়েফা ডটকমকে জিদান বলেন, "সে সহজাত নেতা। ক্যারিয়ার জুড়ে সে অসাধারণ একজন খেলোয়াড়।" 

জিদানের মতে, বুফ্ফন অসাধারণ একজন গোলরক্ষকের পাশাপাশি দারুণ একজন অধিনায়কও। সবসময় সে তার সতীর্থদের প্রতি যত্নশীল।

২০০৬ সালে ইতালির বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা বুফ্ফন ইউভেন্তুসের হয়ে জিতেছেন ৮টি লিগ শিরোপা। তবে দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলেও কখনও শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তার।