কৌতিনিয়োকে বার্সেলোনায় দেখতে চান ব্রাজিল কোচ

ফিলিপে কৌতিনিয়ো বার্সেলোনা ক্লাবে নাম লেখালে ভালো হতো বলে মনে করেন ব্রাজিল জাতীয় দলের কোচ তিতে। তার মতে, অ্যাটাকিং এই মিডফিল্ডার কাতালান ক্লাবটির জন্য আদর্শ খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2017, 03:56 AM
Updated : 27 May 2017, 03:56 AM

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে লিভারপুলকে চতুর্থ স্থানে রাখতে বড় অবদান ছিল কৌতিনিয়োর। সদ্য সমাপ্ত লিগে ৩১ ম্যাচে ১৩ গোল করা এই খেলোয়াড়ের সঙ্গে বার্সেলোনার সঙ্গে যোগাযোগ আছে বলে গুঞ্জন রয়েছে।

সম্প্রতি ২৪ বছর বয়সী এই খেলোয়াড় জানান, লিভারপুলে নিজেকে গড়ে তুলতে চান তিনি। তবে এতে দ্বিমত জাতীয় দল ব্রাজিলের কোচ তিতের। তার দৃঢ় বিশ্বাস, তার শিষ্যকে পেতে চায় বার্সেলোনা।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে তিতে বলেন, “কৌতিনিয়োর মতো যাদুকরী খেলোয়ার, যার উদ্ভাবন ও সৃষ্টি করার সামর্থ্য আছে তাকে কে না পেতে চাইবে?”

“আমরা মূলত কাল্পনিক এক পরিস্থিতি নিয়ে কথা বলছি। বার্সেলোনায় সের্হিও বুসকেতস আছে, যে মাঠের গভীরে খেলে এবং দুই জন মিডফিল্ডার থাকে তার সামনে। ইভান রাকিতিচ ও আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনার চিন্তা করার মানুষ। কৌতিনিয়ো এই ভূমিকায় খেলতে পারে।”

“সে বার্সেলোনার জন্য আদর্শ খেলোয়াড়।”

কৌতিনিয়ো গত জানুয়ারিতে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করেন যা শেষ হবে ২০২২ সালে।