ছাদ ঢাকা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

প্রথমবারের মতো ছাদ ঢাকা স্টেডিয়ামে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। নিরাপত্তা শঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস (এফএডব্লিউ)।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2017, 01:09 PM
Updated : 26 May 2017, 03:30 PM

আগামী ৩ জুন কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইতালির ক্লাব ইউভেন্তুস।

গত সোমবার ম্যানচেস্টারে এক কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হওয়ার পর সমগ্র ইউরোপ জুড়েই বেড়েছে নিরাপত্তা শঙ্কা। এর প্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ম্যাচটি চলার সময় স্টেডিয়াম ছাদ দিয়ে ঢেকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাইনালের আগের দিন দুই দলের আনুষ্ঠানিক দুটি অনুশীলন সেশনও ছাদ ঢাকা স্টেডিয়ামে হবে বলে জানিয়েছে এফএডব্লিউ।

ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, অন্য সব ম্যাচের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও খেলোয়াড়, সমর্থকসহ সবার নিরাপত্তা নিশ্চিত করায় অগ্রাধিকার দিচ্ছে তারা।