বার্সায় ভবিষ্যত নিয়ে অনিশ্চিত ইনিয়েস্তা

বার্সেলোনায় দীর্ঘ মেয়াদে থাকা নিয়ে অনিশ্চয়তায় আছেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে ভবিষ্যতে যাই হোক না কেন- ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তিটা শেষ করতে চান এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 May 2017, 05:00 PM
Updated : 25 May 2017, 05:00 PM

কাতালান ক্লাবটির সঙ্গে ২০১৮ সালের জুনে শেষ হবে স্পেনের এই খেলোয়াড়ের বর্তমান চুক্তি।

বার্সেলোনার শুরুর একাদশেও এখন আগের মতো নিশ্চয়তা নেই ইনিয়েস্তার। একের পর এক চোটে পড়ায় ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় মাত্র ১৩টি ম্যাচ খেলেছেন। ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় স্বীকার করলেন, ক্লাবটিতে খুব সম্ভবত তার ক্যারিয়ার শেষ হয়ে এসেছে।

কাতালুনিয়ার রেডিও রাক ওয়ানকে বার্সেলোনা অধিনায়ক বলেন, “আমার ন্যূনতম উদ্দেশ্য আমার যে চুক্তি আছে তা শেষ করা। এটা এমন কিছু যা আমি করতে চাই।”

“বিকল্পগুলো সবসময়ই আছে। কিন্তু এটা সবকিছু মূল্যায়নেরও বিষয়। (বার্সেলোনার সঙ্গে) চুক্তি নবায়ন করবো কী করবো না এটা আমি বলছি না।”

বার্সেলোনার হয়ে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন ইনিয়েস্তা।