মেসির আপিল খারিজ

কর ফাঁকির মামলায় ২১ মাসের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে বার্সেলোনা তারকা লিওনেল মেসির আপিল খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 May 2017, 01:35 PM
Updated : 24 May 2017, 01:43 PM

তবে কিছু অর্থ ফেরত দিতে সহযোগিতা করায় তার বাবা হোর্হে মেসির সাজা ছয় মাস কমিয়ে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

২০১৩ সালের অগাস্টে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন।

স্পেনের আইন অনুযায়ী, সহিংস অপরাধ না করলে সাধারণত দুই বছরের নীচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য গত ৬ জুলাই আর্জেন্টিনার এই তারকা ফুটবলার ও তার বাবাকে কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। ওই রায়ের বিরুদ্ধে আপিল করে তাদের আইনজীবী।

সরকারি আইনজীবীদের অভিযোগ, ২০০৭-২০০৯ সময়ে বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে মেসির ইমেজ স্বত্ব থেকে পাওয়া আয় গোপন করা হয়।

মেসি অবশ্য সবসময়ই বলে আসছিলেন, তার আর্থিক বিষয়ে তিনি কিছুই জানেন না।