গাবিগোলের ক্ষমা প্রার্থনা

ম্যাচ চলার সময় মাথা গরম করে ডাগআউট থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল, তা বুঝতে পেরেছেন গাব্রিয়েল বারবোসা। তাই সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 01:00 PM
Updated : 23 May 2017, 01:00 PM

রোববার সেরি আয় লাৎসিওর বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে ইন্টারের প্রথম একাদশে ছিলেন না ‘গাবিগোল’ নামে পরিচিত ব্রাজিলের এই ফরোয়ার্ড। বদলি হিসেবে নামার আশায় ছিলেন তিনি। কিন্তু অন্তর্বর্তীকালীন কোচ স্তেফানো ভেচ্চি তাকে বসিয়ে রেখে তৃতীয় পরিবর্তন করে ফেলার পর মেজাজ ঠিক রাখতে পারেননি বারবোসা। ম্যাচ শেষ হওয়ার আগেই হাঁটা ধরেন টানেলের পথে।

২০ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ক্লাব ব্যবস্থা নবে বলে আশা করেছিলেন কোচ ভেচ্চি।

নিজের ফেইসবুক পেইজে ক্ষমা চেয়ে গাব্রিয়েল লিখেছেন, “ইন্টার সমর্থক ও সতীর্থরা, গতকাল লাৎসিও বনাম ইন্টার ম্যাচ শেষ হওয়ার আগেই আমি হঠাৎ করে মাঠ ছেড়ে চলে গিয়ে অবিবেচনাপ্রসূত ও অগ্রহণযোগ্য আচরণ করেছি।"  

“আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং সমর্থক ও সতীর্থদের কাছে আমি ক্ষমা চাই যারা সবসময় আমাকে সমর্থন করেছে।”