ইচ্ছার বিরুদ্ধে কোথাও যাবেন না এমবাপে

গণমাধ্যমের খবর, কিলিয়ান এমবাপেকে কিনতে জোর চেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। মোনাকোর এই ফরোয়ার্ড নিয়মিত ফুটবল খেলে যেতে চান। ইচ্ছার বিরুদ্ধে অন্য কোনো ক্লাবে যেতে চান না।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 10:13 AM
Updated : 23 May 2017, 10:13 AM

২০০০ সালের পর এবার প্রথম ফরাসি লিগ ওয়ানের শিরোপা জিতেছে মোনাকো। তাদের এই সাফল্যে বড় অবদান রাখেন এমবাপে। সব প্রতিযোগিতা মিলিয়ে এবার ২৬ গোল করা এই ফরোয়ার্ড জিতেছেন লিগ ওয়ানের ২০১৬-১৭ মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আসছে দল-বদলের বাজারে অন্যতম আকর্ষণ হতে যাচ্ছেন এমবাপে। তার দল পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গণ্যমাধ্যমে গুঞ্জনও আছে ঢের।

দ্য টেলিগ্রাফের খবর অনুযায়ী মোনাকো রিয়াল মাদ্রিদের রেকর্ড ১২ কোটি ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুল ও ম্যানচেস্টার সিটিও এমবাপেকে দলে টানতে আগ্রহী।

বিন স্পোর্টসকে এমবাপে বলেন, “আমি আমার ক্যারিয়ারের উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নিব। আমার ক্যারিয়ার সবকিছুর আগে আর আমি এমন এক বয়সে আছি যে বয়সে আমার খেলা প্রয়োজন এবং এটাই গুরুত্বপূর্ণ বিষয়।”

“আমার বয়স ৩৫ বা ৩৬ নয় যে আমাকে আমার শরীর ঠিক রাখতে হবে। আমাকে এখন সবকিছু শিখতে হবে। এই বছর আমার নিজেকে মেলে ধরার সময় ছিল।”

“আমিই আমার সিদ্ধান্ত নেওয়ার মালিক এবং আমি এমন কোথাও যাব না যেখানে যেতে আমাকে জোর করা হবে।”"