আগামী সপ্তাহে নতুন কোচের নাম ঘোষণা করবে বার্সা

বার্সেলোনায় কোচ লুইস এনরিকের মেয়াদ প্রায় শেষ। কোপা দেল রের ফাইনালই হবে তার শেষ ম্যাচ। বসে নেই কাতালুনিয়ার ক্লাবটিও। আগামী ২৯ মে নতুন কোচের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 09:43 AM
Updated : 22 May 2017, 03:34 PM

কাম্প নউয়ে রোববার লা লিগায় শেষ রাউন্ডের ম্যাচে এইবারকে ৪-২ গোলে হারায় বার্সেলোনা। এদিনই মালাগার মাঠে ২-০ গোলের জয়ে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ।

আগামী শনিবার কোপা দেল রের ফাইনালে আলাভেসের বিপক্ষে খেলে চলতি মৌসুম শেষ করবে বার্সেলোনা। ক্লাবটির হয়ে কোচের দায়িত্ব পালনে ইতি টানবেন এনরিকে।

ক্লাবটিতে তার উত্তরসূরি হিসেবে সংবাদ মাধ্যমে যাদের নাম আসছে এদের মধ্যে জোরেসোরেই শোনা যাচ্ছে আথলেতিক বিলবাওয়ের কোচ আরনেস্তো ভালভেরদের নাম। এ ব্যাপারে বার্সা টিভিকে বার্তোমেউ বলেন, “২৯ মে, সোমবার আমরা নতুন কোচের নাম ঘোষণা করবো।”

বিদায়ী কোচকেও অভিনন্দন জানালেন বার্সেলোনা সভাপতি, “লুইস এনরিকে যে চেষ্টা করেছে এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।”

বার্সেলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার মতো লা লিগা চ্যাম্পিয়ন রিয়ালকে অভিনন্দন জানিয়েছেন সভাপতি বার্তোমেউও।

চলতি লা লিগায় ৩৭ গোল করা তারকা স্ট্রাইকার লিওনেল মেসি বার্সেলোনাতেই খেলা চালিয়ে যাবেন বলেও দাবি করলেন তিনি।