ইসলামি গেমসে কুস্তি থেকে শিরিনের ব্রোঞ্জ

আজারবাইজানের বাকুতে ইসলামি সলিডারিটি গেমসের কুস্তি থেকে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট শিরিন সুলতানা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 12:37 PM
Updated : 21 May 2017, 12:40 PM

হায়দার আলিয়েভ অ্যারেনায় রোববার মেয়েদের ৬৯ কেজি ওজন শ্রেণির ফ্রিস্টাইল ইভেন্টের সেমি-ফাইনালে কাজাখস্তানের জামিলা বাকবেরজেনোভার কাছে ১০-০ ব্যবধানে হারেন শিরিন।

কুস্তিতে নিয়ম অনুযায়ী সেমি-ফাইনালে হেরে যাওয়া দুই প্রতিযোগীকেই ব্রোঞ্জ দেওয়া হয়। এ নিয়ে বাকুর আসর থেকে তিনটি পদক পেল বাংলাদেশ।

১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন তরুণ শুটার রাব্বি হাসান মুন্না।

এরপর ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে সোনা জিতেন আব্দুল্লাহ হেল বাকি-সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি। ইসলামি গেমসে শুটিং থেকে এটি ছিল বাংলাদেশের প্রথম সোনা জয়।