নেপালকে হারিয়ে এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিস চ্যাম্পিয়ন বাংলাদেশ

আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত টেনিসের বালক বিভাগের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-০ ব্যবধানে হারায় বাংলাদেশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2017, 03:06 PM
Updated : 19 May 2017, 03:06 PM

বাংলাদেশ টেনিস ফেডারেশন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বালক বিভাগের ফাইনালের প্রথম এককে বাংলাদেশের রুম্মন হোসেন এবং দ্বিতীয় এককে মেহেদী হাসান আলভির জয়ে বাংলাদেশ ২-০ ম্যাচে জয় নিশ্চিত করে। পরবর্তীতে দ্বৈতের খেলায় রুম্মন-জোবায়ের জুটি জিতলে ৩-০ ব্যবধানে নেপালকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বালিকা বিভাগে নেপালের কাছে ৩-০ ব্যবধানে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান, পাকিস্তান ও মালদ্বীপ এই সাত দেশ এ প্রতিযোগিতায় অংশ নেয়। এশিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে ভাগ করে মোট ১২টি দল নিয়ে চূড়ান্ত পর্বের খেলা কাজাখস্তানে হবে।

দক্ষিণ এশিয়া হতে বালক বিভাগে দুটি দল এবং বালিকা বিভাগে দুটি দল চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বালক বিভাগে বাংলাদেশ ও নেপাল এবং বালিকা বিভাগে শ্রীলংকা ও ভারত দল চূড়ান্ত পর্যায়ে খেলার টিকেট পেয়েছে।