‘রোনালদো সেরাদের একজন, মেসি আরও ভালো’

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার কার্লোস পুয়োলের মতে, ক্রিস্তিয়ানো রোনালদো তার দেখা সেরা ফুটবলারদের একজন। কিন্তু সাবেক সতীর্থ লিওনেল মেসি পর্তুগালের এই অধিনায়কের চেয়েও বেশি কিছু বলে বিশ্বাস তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 04:05 PM
Updated : 18 May 2017, 04:09 PM

গত নয় বছর বিশ্বসেরা ফুটবলারের পুরস্কারটা ঘুরে-ফিরেই ওঠছে এই দুই ফরোয়ার্ডের হাতে। এই দুই জনের বাইরে সব শেষ ২০০৭ সালে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার কাকা।
 
কিন্তু তাদের মধ্যে কে সেরা- এ নিয়ে বিতর্কের শেষ নেই। এবার এই বিতর্কে অংশ নিলেন স্পেনের হয়ে ইউরো ও বিশ্বকাপ জেতা পুয়োল।
 
“রোনালদো খেলাটির ইতিহাসে সেরাদের একজন। কিন্তু মেসি আরও ভালো।”
 

“তাদের মাঝে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা খুবই তীব্র। আমি মনে করি, ব্যাপারটা দুই জনেরই উন্নতিতে সাহায্য করেছে।”
তবে দীর্ঘ দিনের সতীর্থ মেসিকেই সেরা হিসেবে বেছে নিলেন পুয়োল।
“আমার কাছে, মেসি সবচেয়ে সেরা। আমি তার সঙ্গে খেলেছি এবং সে আমাকে অনেক তৃপ্তি দিয়েছে। সে সবসময় উন্নতি করছে এবং ১০ বছর ধরে ধারাবাহিক নৈপুণ্য দেখাচ্ছে। আমি মনে করি, প্রত্যেক মৌসুমেই সে আরও ভালো করছে।”