জাতীয় হকির ফাইনালে সেনাবাহিনী ও নৌবাহিনী

জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহনী।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 03:57 PM
Updated : 17 May 2017, 03:57 PM

বাংলাদেশ হকি ফেডারেশন বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ঢাকা জেলাকে ৪-০ ব্যবধানে হারায় সেনাবাহিনী। শফিকুল ইসলাম ২টি, পুস্কর ক্ষিসা মিমো ও মনোজ বাবু একটি করে গোল করেন।

দ্বিতীয় সেমি-ফাইনালে ঢাকা শিক্ষা বোর্ডকে হারাতে ঘাম ছুটে গেছে নৌবাহিনীর। প্রমোদ দেওয়ান ও শাওনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ঢাকা শিক্ষা বোর্ড।

দুই গোল হজমের পর জেগে ওঠে নৌবাহিনী। রাসেল মাহমুদ জিমি ব্যবধান কমানোর পর কৌশিক সমতায় ফেরান দলকে। ৪৮তম মিনিটে জিমির হাত ধরে এগিয়ে যায় নৌবাহিনী। পরে রিমন কুমার ব্যবধান বাড়ান।

শেষ দিকে প্রিন্স লাল সামন্ত গোল করলেও ৪-৩ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে ঢাকা শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে নৌবাহিনী ও সেনাবাহিনী। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে ঢাকা জেলা ও ঢাকা শিক্ষা বোর্ড।