ফরাসি ওপেনে নেই ফেদেরার

এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ফরাসি ওপেনে খেলবেন না রজার ফেদেরার। ক্লে কোর্ট মৌসুমের বাকি কোনো প্রতিযোগিতাতেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সুইজারল্যান্ডের এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 11:30 AM
Updated : 16 May 2017, 11:30 AM

৩৫ বছর বয়সী ফেদেরার জানিয়েছেন, এটিপি ট্যুরে ‘আসছে আরও অনেক বছর’ খেলা চালিয়ে যাওয়ার উদ্দেশে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জুনে শুরু হতে যাওয়া গ্রাস কোর্ট ও হার্ড কোর্টের মৌসুমের জন্য এখন প্রস্তুতি নেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন ফেদেরার।

চোটের কারণে গত বছর ফরাসি ওপেনে খেলতে পারেননি ফেদেরার। ১৯৯৯ সালে অভিষেকের পর থেকে সেবারই প্রথম প্যারিসে এই টুর্নামেন্টে খেলেননি তিনি।

চলতি মৌসুমে এ পর্যন্ত তিনটি শিরোপা জিতেছেন ফেদেরার। চোটের কারণে ছয় মাস বাইরে থাকার পর জানুয়ারিতে ফিরেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেন। আর মার্চে বিএনপি পারিবাস ওপেন জেতার দুই সপ্তাহ পর মায়ামি ওপেনে চ্যাম্পিয়ন হন ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই তারকা।