চ্যাম্পিয়ন চেলসির নাটকীয় জয়

চ্যাম্পিয়নের মর্যাদায় খেলতে নেমে দুর্বল ওয়াটফোর্ডের বিপক্ষে হোঁচট খেতে বসেছিল চেলসি। তবে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ দিকে সেস ফাব্রেগাসের গোলে জয়ের আনন্দেই মাঠ ছাড়ে আন্তোনিও কোন্তের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 09:22 PM
Updated : 15 May 2017, 09:37 PM

সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে দুই ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা চেলসি।

ঘরের মাঠে উৎসবমুখর সমর্থকদের সামনে দলে অনেক পরিবর্তন এনে খেলতে নামে চেলসি। শুক্রবার ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়ে শিরোপা নিশ্চিত করা ম্যাচের শুরুর একাদশের মাত্র দুজন ছিলেন ওয়াটফোর্ডের বিপক্ষে প্রথম একাদশে।

২২তম মিনিটে দলকে এগিয়ে দেন জন টেরি। খুব কাছ বল জালে পাঠান সেপ্টেম্বরের পর এই প্রথম শুরুর একাদশে খেলতে নামা ইংলিশ ডিফেন্ডার।

দুই মিনিট পর তারই ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে ওয়াটফোর্ড। টেরি হেডে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন ফরাসি মিডফিল্ডার এচিয়েন কাপু।

৩৬তম মিনিটে চেলসিকে ফের এগিয়ে দেন স্পেনের মিডফিল্ডার সিজার আসপিলিকুয়েতা। আর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান বাড়ান ওয়েস্ট ব্রমের বিপক্ষে জয়সূচক গোল করা মিচি বাতসুয়াই।

৩-১ এ পিছিয়ে পড়ার দুই মিনিট পর ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলেন ডাচ ডিফেন্ডার ডারিল ইয়ানমাত। ৭৪তম মিনিটে অতিথিদের সমতায় ফেরান তিন মিনিট আগেই বদলি নামা ইতালির ফরোয়ার্ড স্তেফানো ওকাকা।

আর ৮৮তম মিনিটে ডি-বক্সের কিনারা থেকে জোরালো শটে জয়সূচক গোলটি করেন স্পেনের মিডফিল্ডার ফাব্রেগাস। টানা পঞ্চম হারের হতাশায় মাঠ ছাড়ে ওয়াটফোর্ড।

এই জয়ে চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। রানার্সআপ টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৮০, এক ম্যাচ কম খেলেছে তারা।

৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি।

৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা আর্সেনালও চ্যাম্পিয়ন্স লিগে ওঠার লড়াইয়ে আছে।