সাইফ স্পোর্টিংকে হারিয়ে সেরা আটে মুক্তিযোদ্ধা

নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ‘এ’ গ্রুপ থেকে সবার আগে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 03:06 PM
Updated : 15 May 2017, 03:06 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার মিশরের ফরোয়ার্ড ইসিয়ান মোহামেদ জাকি সারহানের একমাত্র গোলে জিতে মুক্তিযোদ্ধা। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে সেরা আটে ওঠে মাসুদ পারভেজের দল।

নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর সঙ্গে ১-১ ড্র করে সাইফ স্পোর্টিং। এই দুই দলের পয়েন্ট ১ করে।

আবাহনীর বিপক্ষে গোছালো ফুটবল খেলা সাইফ স্পোর্টিং মুক্তিযোদ্ধার গোলরক্ষককে বড় কোনো পরীক্ষা নিতে পারেনি। বরং দ্বাদশ মিনিটে গোলরক্ষকের দৃঢ়তায় ম্যাচে থাকে দলটি। সতীর্থের বাড়ানো বলে সারহানের হেড ঝাঁপিয়ে পড়ে আটকান আনিসুর রহমান জিকো।

মিশরের এই ফরোয়ার্ডের হাত ধরেই ৪০তম মিনিটে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। মনির আলমের বাড়ানো লং বল ধরে সারহানের প্লেসিং শট জালে জড়ায়।

৪৪তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে মোহাম্মদ ইব্রাহিমের জোরালে শট আটকে সাইফ স্পোর্টিংকে সমতায় ফিরতে দেননি গোলরক্ষক উত্তম বড়ুয়া।

দ্বিতীয়ার্ধেও ফরোয়ার্ডরা সাইফ স্পোর্টিংকে কাঙ্ক্ষিত গোল এনে দিতে পারেননি।

দিনের প্রথম ম্যাচে বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়ে সবার আগে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।