কৌতিনিয়োর জোড়া গোলে তৃতীয় স্থানে লিভারপুল

ফিলিপে কৌতিনিয়োর জোড়া গোলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ভালোমতোই টিকে থাকল ইয়ুর্গেন ক্লপের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 04:14 PM
Updated : 14 May 2017, 04:14 PM

রোববার লন্ডন স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্ট হ্যামকে ৪-০ গোলে হারায় লিভারপুল। অন্য দুই গোলদাতা ড্যানিয়েল স্টারিজ ও দিভোক ওরিগি।

৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ৩৬ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা আর্সেনালও চ্যাম্পিয়ন্স লিগে ওঠার লড়াইয়ে আছে।

৩৫তম মিনিটে কৌতিনিয়োর দারুণ রক্ষণচেরা পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দলকে এগিয়ে দেন ইংল্যান্ডের ফরোয়ার্ড স্টারিজ।

দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে দুবার জালে বল পাঠিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন কৌতিনিয়ো।

৫৭তম মিনিটে জর্জিনিয়ো ভিনালডামের জোরালো শট ক্রসবারে লাগার পর স্বাগতিক এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান কৌতিনিয়ো। বল পায়ে দুজনের মধ্যে দিয়ে গিয়ে আরেকজনকে কাটিয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।

আর ৬১তম মিনিটে ডাচ ফরোয়ার্ড ভিনালডামের ছোট পাস পেয়ে ডি-বক্সের মধ্যে এক জনকে কাটিয়ে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিলের মিডফিল্ডার কৌতিনিয়ো।

৭৬তম মিনিট ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন ওরিগি। জটলার মধ্যে ছয় গজ বক্সে বল পেয়ে লক্ষ্যভেদ করেন বেলজিয়ামের এই ফরোয়ার্ড।

দুই ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত করা চেলসির পয়েন্ট ৩৬ ম্যাচে ৮৭।