'শুধু স্নাইপারই পারে মেসিকে থামাতে'

বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে দলটির সেরা খেলোয়াড় লিওনেল মেসির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন লাস পালমাসের কোচ কিকে সেতিয়েন। তার মতে, সেরা ফর্মে থাকা অবস্থায় আর্জেন্টিনা অধিনায়ককে থামানো সম্ভব নয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2017, 12:51 PM
Updated : 14 May 2017, 12:52 PM

রোববার লা লিগায় বার্সেলোনার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে পালমাস। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

পাঁচবারের বর্ষসেরা ফুটবলার মেসিকে থামানো যেকোনো রক্ষণভাগের জন্যই অন্যতম কঠিন কাজ। বার্সেলোনার ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এ মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত লিগে করেছেন সর্বোচ্চ ৩৫ গোল; আর সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫১ গোল।

কিভাবে মেসি ও বার্সেলোনাকে থামানো যায়?- এমন এক প্রশ্নের জবাবে পালমাসের কোচ সাংবাদিকদের বলেন, "গ্যালারি থেকে স্নাইপারদের দিয়ে।"

"এই খেলোয়াড়রা যখন সেরা ফর্মে থাকে তখন তারা অদম্য। মেসি, নেইমার ও লুইস সুয়ারেস যখন একসঙ্গে খেলে তখন তাদের কার্যকারিতা আরও বেড়ে যায় এবং কেউ তাদের থামাতে পারে না।"

"দেখা যাক, খেলা চলার সময় তারা একটু ঘুমিয়ে পড়ে কি-না। আসলে শুধু এটারই আশা করতে পারি আমরা।"

চলতি মৌসুম শেষেই পালমাস ছাড়বেন সেতিয়েন। বিদায়ের আগে বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচে দারুণ কিছু করে সমর্থকদের খুশি করতে চান তিনি।

লা লিগার শিরোপার লড়াইয়ে টিকে থাকতে লাস পালমাসের মাঠে জিততেই হবে হবে ৩৬ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনাকে।

এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও ৮৪। কিন্তু মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে তারা।