'ভীত ছিল না রিয়াল'

ম্যাচের শুরুতেই দুই গোল আতলেতিকো মাদ্রিদের। আরেকটি হলেই দুই লেগ মিলিয়ে স্কোরলাইনে সমতা চলে আসতো। ওই অবস্থায় হতে পারতো অনেক কিছুই। তবে মার্সেলো জানিয়েছেন, দুই গোলে পিছিয়ে পড়ার পরও ভয় পায়নি রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 12:16 PM
Updated : 11 May 2017, 03:00 PM

ভিসেন্তে কালদেরনে বুধবার রাতে সাউল নিগেস ও অঁতোয়ান গ্রিজমানের গোলে ১৬ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। আর তাতে নাটকীয় প্রত্যাবর্তনের সম্ভাবনা জাগায় প্রথম লেগে ৩-০ গোলে হারা আতলেতিকো।

চার মিনিটের ব্যবধানে দুই গোল খেলেও মার্সেলো জানিয়েছেন, দুই লেগ মিলিয়ে পিছিয়ে পড়ার ভয় তাদের মনে এক মুহূর্তের জন্যও জাগেনি। পরে ৪২তম মিনিটে ইসকো মূল্যবান অ্যাওয়ে গোলটি করলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় রিয়ালের ফাইনালের টিকেট।

শেষ পর্যন্ত ২-১ গোলে হারে রিয়াল; কিন্তু দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়নরা।

ডিফেন্ডার মার্সেলো বিন স্পোর্টসকে বলেন, "দুটি গোল হজম করলেও শেষ দিকে আমরাই সেরা ছিলাম। শুরুতে আমরা তাদের গোল করার সুযোগ দিয়েছি যা আমরা চাইনি। কিন্তু আমরা জানতাম, লড়াইটা কঠিন হতে যাচ্ছে। এরপর আমরা নিয়ন্ত্রণ নিতে শুরু করি।"

শুরুতে দুই গোলে পিছিয়ে পড়ে ভয় পেয়েছিলেন কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "এক মুহূর্তের জন্যও না। আমরা রিয়াল মাদ্রিদ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করি এবং সবসময় প্রতিপক্ষকে সমীহ করি।"  

আগামী ৩ জুন কার্ডিফে ইউভেন্তুসের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে জিনেদিন জিদানের দল।