এভাবে ফাইনালে ওঠার মজা বেশি: ইসকো

নিজেদের মাঠে ঘুরে দাঁড়িয়েছিল আতলেতিকো মাদ্রিদ। তবে ইসকোর গোলে সব আশা শেষ হয়ে যায় দলটির। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার ইসকো জানালেন, নগর প্রতিদ্বন্দ্বীদের ছিটকে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় বেশি খুশি তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2017, 10:11 AM
Updated : 11 May 2017, 01:41 PM

প্রথম লেগে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের জয়ে চালকের আসনে থেকে গত বুধবার সেমি-ফাইনালে ফিরতি লেগে ভিসেন্তে কালদেরনে খেলতে নামে রিয়াল। সাউল নিগেস ও অঁতোয়ান গ্রিজমানের গোলে ঘুরে দাঁড়ানো আতলেতিকো মাদ্রিদের সব সম্ভাবনা শেষ হয়ে যায় ইসকো লক্ষ্যভেদ করলে।

শেষে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে রেকর্ড পঞ্চদশবারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনাল ওঠা নিশ্চিত করে রিয়াল।

আগামী ৩ জুন কার্ডিফে ইউভেন্তুসকে হারাতে পারলে আধুনিক যুগে প্রথম দল হিসেবে প্রতিযোগিতাটির শিরোপা ধরে রাখবে রিয়াল।

মার্কাকে ইসকো বলেন, “আমরা খুবই খুশি, আমরা যা অর্জন করেছি তা সহজ কিছু না, আমরা বড় এক প্রতিদ্বন্দ্বীকে বিদায় করে দিয়েছি। এভাবে ফাইনালে ওঠার মজাটা বেশি।”

“আমাদের ভুলগুলোর সুযোগে তারা দুটি গোল করেছে। আমরা শুরুটাও করেছিলাম বাজেভাবে। কিন্তু এরপর আমরা নিজেদের ফিরে পেয়েছি এবং ভালো খেলেছি।”

“আমাদের গোল তাদের অনেক পেছনে ঠেলে দেয়। … ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর আমরা খেলায় ফিরি। এটা লজ্জার যে খেলা বুঝে ওঠতে আমাদের দুটি গোল খেতে হয়েছিল।”